Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

কালারমারছড়া ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি :-

 

ককসবাজার জেলার সাগর কন্যা মহেশখালী'র কালারমারছড়া ইউইনয়ন ছায়া ঘেরা পাহাড় বেষ্ঠিত ও বঙ্গোপসাগরের তীরে অবস্থিত । অত্র ইউনিয়নে প্রায় ৬২,০০০ লোক বাস করে। লবণ চাষ,পান চাষ, ধান চাষ  ও মৎস্য চাষ এখানকার প্রধান আয়ের উৎস । এখানকার লোকজন এনজিও-সরকারি চাকুরী,শিক্ষকতা ছাড়া স্বল্প সংখ্যক প্রবাসে কর্মরত। নেই কোন শিল্প কারখানা।সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য। জনসংখ্যার বিস্ফোরণ, কারিগরী-সাধারণ শিক্ষার অভাবে বেকারত্ব ও দারিদ্রতা ভয়াবহ। শিক্ষা-দীক্ষায় দেশের অন্যান্য জনপদ থেকে এখনও অনেক পিছিয়ে আছে। শিক্ষা, উন্নয়ন বঞ্চিত পিছিয়ে পড়া জনপদ । গ্রামবাসীর ধর্মীয় অনুশাসনের প্রতি অবিচল আস্থা ও অগাধ বিস্বাস আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগনের সাথে হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ অসাম্পদায়িক ও সম্প্রীতি সহকারে মিলেমিশে বসবাস করছে।

এখানকার বেশির ভাগ মানুষ আঞ্চলিক ভাষা এবং স্বল্প সংখ্যক মার্জিত উপভাষা (আঞ্চলিক) ও চলিত ভাষায় কথা বলে ।