কালারমারছড়া ইউনিয়নের প্রধান উৎপাদিত ফসল হচ্ছে :
লবণ :একটি অন্যতম অর্থকরী ফসলের নাম লবন।প্রকৃতির অপূর্ব লীলা পৃথিবীর অন্যন্য দেশের সমুদ্রের লোনা পানির চেয়ে এঅঞ্চলের লোনা পানির ঘনত্ব সবচেয়ে বেশী তাই ককসবাজার জেলায় প্রাকৃতিক উপায়েলবন উৎপাদন সহজ এবং দেশের লবন উৎপাদনের প্রধান জেলা ও বটে। ককসবাজার এর মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সিংহভাগ উৎপাদিত লবন সারা দেশের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৬০০০একর জমিতে লবণ চাষ করা হচ্ছে ।
মৎস্য : হোয়াইট গোল্ড খ্যাত বাগদা চিংড়ি,গলদা চিংড়ি, মাগুর, ইলিশ, তেলাপিয়া, নাইলোটিকা, রুই ও কার্প জাতীয় মাছ এবং কাকড়াসহ আরও অনেক প্রজাতির মাছ চাষ করা হয় ।
কৃষি : পান ও ধানসহ হরেক রকমের কৃষিপণ্য উৎপন্ন করা হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS